হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১০৪০
পরিচ্ছেদঃ ২২/৩১. রাস্তার পরিমাণ কত হবে যখন এতে মতানৈক্য হবে।
১০৪০. আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, (রাস্তার ব্যাপারে) জমি নিয়ে বিবাদ হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার জন্য সাত হাত জমি ছেড়ে দেয়ার ফয়সালা দেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৪৬: অত্যাচার, কিসাস ও লুণ্ঠন, অধ্যায় ২৯, হাঃ ২৪৭৩; মুসলিম, পর্ব ২২ : পানি সিঞ্চন, অধ্যায় ৩১, হাঃ ১৬১৩
قدر الطريق إِذا اختلفوا فيه
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَضَى النَّبِيُّ، إِذَا تَشَاجَرُوا فِي الطَّرِيقِ، بِسَبْعَةِ أَذْرُعٍ