হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০৩০

পরিচ্ছেদঃ ১৩. মাগরিব এবং সুবহে সাদেক-এর বিবরণ

১০৩০(৩). আহমাদ ইবনে আমর ইবনে জাবের আর-রামালী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শাফাক হলো (পশ্চিম দিগন্তের) লালিমা। শাফাক অদৃশ্য হলে (এশার) নামায পড়া আবশ্যকীয় হয়।

بَابٌ فِي صِفَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ

قَرَأْتُ فِي أَصْلِ كِتَابِ أَحْمَدَ بْنِ عَمْرِو بْنِ جَابِرٍ الرَّمْلِيِّ بِخَطِّهِ : ثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الصَّمَدِ الطَّيَالِسِيُّ ، نَا هَارُونُ بْنُ سُفْيَانَ ، ثَنَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الشَّفَقُ الْحُمْرَةُ ، فَإِذَا غَابَ الشَّفَقُ وَجَبَتِ الصَّلَاةُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ