হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৮৪০
পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)
৮৪০(৭৮). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-এর নিকট নিফাসগ্রস্ত নারী সম্পর্কে জিজ্ঞেস করা হলো এবং আমি তা শুনছিলাম, সে রক্ত দেখলে কত দিন অপেক্ষা করবে (নামায পড়বে না)? তিনি বলেন, চল্লিশ দিন, অতঃপর সে গোসল করবে।
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، قَالَ : سُئِلَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ - وَأَنَا أَسْمَعُ - عَنِ النُّفَسَاءِ ، كَمْ تَقْعُدُ إِذَا رَأَتِ الدَّمَ ؟ قَالَ : " أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ تَغْتَسِلُ