হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৮৩০

পরিচ্ছেদঃ ১. ইসতিহাযা (রক্তপ্রদরের রোগিণী)

৮৩০(৬৮). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... উসমান ইবনে আবুল আস (রাঃ) এর স্ত্রী থেকে বর্ণিত। তিনি নিফাসগ্রস্ত অবস্থায় সাজগোজ করলে উসমান ইবনে আবুল আস (রাঃ) বলেন, আমি কি তোমাকে অবহিত করিনি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিফাসগ্রস্ত স্ত্রীদের থেকে চল্লিশ দিন দূরে থাকার নির্দেশ দিয়েছেন? এই হাদীস উমার ইবনে হারূন তার থেকে মারফুরূপে বর্ণনা করেছেন এবং ওয়াকী (রহঃ) তার বিপরীত বর্ণনা করেছেন।

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا عُمَرُ بْنُ هَارُونَ الْبَلْخِيُّ ، عَنْ أَبِي بَكْرٍ الْهُذَلِيِّ ، عَنِ الْحَسَنِ ، عَنِ امْرَأَةَ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ : أَنَّهَا لَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَزَيَّنَتْ ، فَقَالَ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ : أَلَمْ أُخْبِرْكِ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَرَنَا أَنْ نَعْتَزِلَ النُّفَسَاءَ أَرْبَعِينَ لَيْلَةً ؟! رَفَعَهُ عُمَرُ بْنُ هَارُونَ عَنْهُ ، وَخَالَفَهُ وَكِيعٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ