হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৭১৫

পরিচ্ছেদঃ ৬৫. মাথার কিছু অংশ মসেহ করা জায়েয

৭১৫(৩)। ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনুল মুগীরা-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। নাসর ইবনে আলী (রহঃ) তার বর্ণনায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথার সম্মুখভাগ ও ললাটের উপরিভাগের কেশ মসেহ করেন এবং মোজাদ্বয়ের উপর ও পাগড়ীর উপর মসেহ করেন।

بَابٌ : فِي جَوَازِ الْمَسْحِ عَلَى بَعْضِ الرَّأْسِ

حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ ، نَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، ثَنَا مُعْتَمِرٌ ، عَنْ أَبِيهِ ، عَنْ بَكْرٍ ، عَنِ الْحَسَنِ ، عَنِ ابْنِ الْمُغِيرَةِ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَهُ . وَقَالَ نَصْرُ بْنُ عَلِيٍّ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَسَحَ عَلَى مُقَدَّمِ رَأْسِهِ ، وَمُقَدَّمِ نَاصِيَتِهِ ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মুগীরাহ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ