পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা
১১৯(২৬). মুহাম্মদ ইবনে আলী ইবনে হুবাইশ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞেস করলেনঃ এটা কি? তারা বলেন, একটি লাশ (মৃত জন্তু)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তার চামড়া পরিশোধন করো। কেননা তা পরিশোধন করলে পবিত্র হয়ে যায়। আল-কাসেম হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ الدِّبَاغِ
ثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حُبَيْشٍ ، نَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ بْنِ مُسَاوِرٍ، نَا سُوَيْدٌ ، نَا الْقَاسِمُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَرَّ عَلَى شَاةٍ ، فَقَالَ : " مَا هَذِهِ " . قَالُوا مَيْتَةٌ . قَالَ : النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " ادْبِغُوا إِهَابَهَا فَإِنَّ دِبَاغَهُ طَهُورُهُ " . الْقَاسِمُ ضَعِيفٌ