পরিচ্ছেদঃ ৫. হাজের বিবরণ ও মক্কায় প্রবেশ - মক্কা এবং মদীনার মসজিদে সালাত আদায়ে অধিক সাওয়াব
৭৭৮. ইবনু যুবাইর থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—আমার এ (মদীনার) মসজিদে আদায়কৃত সালাত মাসজিদুল হারাম ব্যতীত অন্য যে কোন মসজিদে আদায়কৃত সালাতের চেয়ে এক হাজার সালাত অপেক্ষা উত্তম। আর মাসজিদুল হারামে আদায়কৃত সালাত আমার মসজিদে আদায়কৃত সালাত হতে শতগুণ শ্রেয়তর। —ইবনু হিব্বান একে সহীহ সাব্যস্ত করেছেন।[1]
وَعَنِ ابْنِ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ, وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ صَلَاةٍ فِي مَسْجِدِي بِمِائَةِ صَلَاةٍ». رَوَاهُ أَحْمَدُ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ - صحيح. رواه أحمد (4/ 5)، وابن حبان (1620)
Ibn Az-Zubair (RAA) narrated that the Messenger of Allah (ﷺ) said:
"Offering prayer in my mosque (in Madinah) is better than one thousand prayers elsewhere, save for those offered prayer in al-Masjid al-Haram (in Makkah). And prayer offered in al-Masjid al-Haram is better than prayer offered in my mosque by one hundred prayers." Related by Ahmad and Ibn Hibban graded it as Sahih.