হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩৩১৯

পরিচ্ছেদঃ লেবাস-পোশাক

(৩৩১৯) আবূ সাঈদ আমর ইবনে হুরাইস হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কাল রঙের পাগড়ী পরিহিত অবস্থায় দেখছি, তিনি তাঁর পাগড়ীর দুই প্রান্ত দুই কাঁধের মাঝখানে ঝুলিয়ে রেখেছিলেন।’ (মুসলিম ৩৩৭৮)

মুসলিমের অন্য এক বর্ণনায় আছে যে, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল রঙের পাগড়ী মাথায় বেঁধে লোকেদের মাঝে খুতবা দিচ্ছিলেন।’ (মুসলিম ৩৩৭৭)

وَعَن أَبي سَعِيدٍ عَمرِو بنِ حُرَيْثٍ قَالَ : كَأنِّي أنْظُرُ إِلَى رَسُولِ اللهِ ﷺ وَعَلَيهِ عِمَامَةٌ سَوْدَاءُ قَدْ أرْخَى طَرَفَيْهَا بَيْنَ كَتِفَيْهِ رواه مسلم وفي روايةٍ لَهُ : أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আমর ইবন হুরায়স (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ