হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৮২
পরিচ্ছেদঃ মজলিস ও বসার সাথীর নানা আদব-কায়দা
(৩২৮২) জাবের ইবনে সামুরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসতাম, তখন যেখানে মজলিস শেষ হত সেখানে বসে যেতাম।’
(আহমাদ ২০৪২৩, আবূ দাঊদ ৪৮২৫, তিরমিযী ২৭২৫, হাসান)
وَعَنْ جَابِرِ بنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ ﷺ جلَسَ أحَدُنَا حَيْثُ يَنْتَهِي رواه أَبُو داود والترمذي وقال حديث حسن