হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩২৭১
পরিচ্ছেদঃ (সাক্ষাৎকালীন আদব)
(৩২৭১) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একটা লোক বলল, ’হে আল্লাহর রসূল! আমাদের মধ্য থেকে কোন লোক তার ভাইয়ের সাথে কিংবা তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথা নত করবে?’ তিনি বললেন, না। সে বলল, ’তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমা দেবে?’ তিনি বললেন, না। সে বলল, ’তাহলে কি তার হাত ধরে তার সঙ্গে মুসাফা করবে?’ তিনি বললেন, হ্যাঁ।
(আহমাদ ১৩০৪৪, তিরমিযী ২৭২৮, ইবনে মাজাহ ৩৭০২, বাইহাক্বী ৭/১০০, সহীহ সনদে)
وَعَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُوْلَ اللهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنحَنِي لَهُ؟ قَالَ لاَ قَالَ : أفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ ؟ قَالَ لاَ قَالَ : فَيَأخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ ؟ قَالَ نَعَمْ رواه الترمذي وقال حديث حسن