হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩১৫৮
পরিচ্ছেদঃ শয়নকালে যা বলতে হয়
(৩১৫৮)ফারওয়াহ বিন নাওফাল তাঁর পিতার নিকট হতে বর্ণনা করে বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওফালকে বললেন, তুমি (ক্বুল ইয়্যা আইয়্যু হাল কা-ফিরূন) পাঠ কর, অতঃপর এর শেষে নিদ্রা যাও। কারণ উক্ত সূরা শিরক থেকে মুক্তি পেতে উপকারী।
(আবু দাঊদ ৫০৫৭, তিরমিযী ৩৪০৩, নাসাঈর কুবরা ১০৬৩৬, ইবনে হিব্বান, সহীহ তারগীব ৬০২)
عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِىَّ ﷺ قَالَ لِنَوْفَلٍ اقْرَأْ (قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ) ثُمَّ نَمْ عَلَى خَاتِمَتِهَا فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ