হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩১১২
পরিচ্ছেদঃ তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব
(৩১১২) উক্ত রাবী হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো খাদ্য গ্রাস (বা দানা পাত্রের বাইরে) পড়ে যাবে, তখন সে যেন তা থেকে নোংরা দূর করে খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ছেড়ে না দেয়। আর রুমালে হাত মুছে ফেলার পূর্বে যেন আঙ্গুলগুলি চেটে নেয়। কেননা, সে জানে না যে, তার কোন্ খাদ্যাংশে বরকত নিহিত আছে।
(মুসলিম ৫৪২১)
وَعَنهُ : أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ إِذَا وَقَعَتْ لُقْمَةُ أحَدِكُمْ فَلْيأخُذْهَا فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذىً وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَان وَلاَ يَمْسَحْ يَدَهُ بِالمِنْدِيل حَتّٰـى يَلْعَقَ أصَابِعَهُ فَإنَّهُ لاَ يَدْري فِي أيِّ طَعَامِهِ البَرَكَةُ رواه مسلم