হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৯২২

পরিচ্ছেদঃ শাম দেশের মাহাত্ম্য

(২৯২২) ইবনে উমার (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ! তুমি আমাদের শাম ও ইয়ামানে বরকত (প্রাচুর্য) দান কর। সকলে বলল, ’আর আমাদের নজদে?’ তিনি বললেন, ’’হে আল্লাহ! তুমি আমাদের শাম ও ইয়ামানে বরকত (প্রাচুর্য) দান কর। লোকেরা বলল, ’আর আমাদের নজদে?’ তিনি বললেন, ওখানে আছে ভূমিকম্প ও ফিতনাসমূহ এবং ওখান হতে শয়তানের শৃঙ্গ উদিত হবে।

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِـيُّ ﷺ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا، قَالَ قَالَوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا، قَالَ قَالَوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ