হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৪১২
পরিচ্ছেদঃ নিজ কর্মে নিপুণতা
(২৪১২) আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ পছন্দ করেন যে, তোমাদের কেউ কোন কাজ করলে সে যেন তা নৈপুণ্যের সাথে করে।
(আবূ য়্যা’লা ৪৩৮৬, শুআবুল ঈমান বাইহাক্বী ৫৩১৩, ত্বাবারানীর আওসাত্ব ৮৯৭, সহীহুল জামে’ ১৮৮০, সিলসিলাহ সহীহাহ ১১১৩)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ النَّبِيَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللهَ يُحِبُّ إِذَا عَمِلَ أحَدُكُم عَمَلاً أنْ يُتْقِنَهُ