হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৩৩৯
পরিচ্ছেদঃ কারো মুখোমুখি প্রশংসা করা মাকরূহ
(২৩৩৯) মুআবিয়া (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখোমুখি প্রশংসা করা ও নেওয়া হতে দূরে থাক, কারণ তা যবাই।
(আহমাদ ১৬৮৩৭, ইবনে মাজাহ ৩৭৪৩, ত্বাবারানী ১৬১৭২, বাইহাক্বীর শুআবুল ঈমান ১০৩০৭, সহীহুল জামে ২৬৭৪)
وَعَن مُعَاوِيَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِيَّاكُمْ وَالتَّمَادُحَ فَإِنَّهُ الذَّبْحُ