হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২২৭৪
পরিচ্ছেদঃ চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করার নিষেধাজ্ঞা
(২২৭৪) আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা পছন্দ কর যে, আল্লাহ ও তাঁর রসূল তোমাদেরকে ভালবাসুন, তাহলে তিনটি গুণের হিফাযত কর;
১। সত্য কথা বলা,
২। আমানত আদায় করা এবং
৩। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা।
(সিলসিলাহ সহীহাহ ২৯৯৮)
عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِـيُّ ﷺ إِنْ كُنْتُمْ تُـحِبُّوْنَ أَنْ يُّـحِبَّكُمُ اللهُ وَ رَسُوْلَهُ فَحَافِظُوْا عَلٰـى ثَلَاثِ خِصَالٍ : صِدْقُ الْـحَدِيْثِ وَأَدَاءُ الْأَمَانَةِ وَ حُسْنُ الْـجَوَارِ