হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২১০৯
পরিচ্ছেদঃ উট বা অন্যান্য পশুর গলায় ঘনটা বাঁধা বা সফরে কুকুর এবং ঘুঙুর সঙ্গে রাখা মাকরূহ
(২১০৯) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কাফেলার সঙ্গে (রহমতের) ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিংবা ঘুঙুর থাকে।
(মুসলিম ৫৬৬৮, আবূ দাঊদ ২৫৫৭)
عَن أَبِيْ هُرَيرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺلاَ تَصْحَبُ المَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ أَوْ جَرَسٌ رواه مسلم