হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৯৫৫
পরিচ্ছেদঃ ৭৩. যিনি বলেন, তিনি (ﷺ) কুরবানীর দিন খুৎবা দিয়েছেন
১৯৫৫। আবূ উমামহ (রাযি.) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কুরবানীর দিন মিনায় খুৎবা দিতে শুনেছি।[1]
সহীহ।
[1]. তিরমিযী. আহমাদ। ইমাম তিরমিযী বলেন: এই হাদীসটি হাসান সহীহ।
بَابُ مَنْ قَالَ: خَطَبَ يَوْمَ النَّحْرِ
حَدَّثَنَا مُؤَمَّلٌ يَعْنِي ابْنَ الْفَضْلِ الْحَرَّانِيَّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنَا سُلَيْمُ بْنُ عَامِرٍ الْكَلَاعِيُّ، سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ: سَمِعْتُ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى يَوْمَ النَّحْرِ صحيح
Narrated Abu Umamah:
I heard the address of the Messenger of Allah (ﷺ) at Mina on the day of sacrifice.