হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৪৪৮

পরিচ্ছেদঃ ৩৪৬. নফল সালাত ঘরে আদায়ের ফযীলত প্রসঙ্গে

১৪৪৮। ইবনু ’উমার রাযিয়াল্লাহু ’আনহুমা সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের কিছু সালাত নিজ নিজ ঘরে আদায় করবে এবং তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করবে না।[1]

সহীহ : বুখারী ও মুসলিম। এটি গত হয়েছে (১০৪৩)।

باب فِي فَضْلِ التَّطَوُّعِ فِي الْبَيْتِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللهِ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ‏"‏ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا ‏"‏ ‏.‏ - صحيح : ق ، مضي (١٠٤٣)


Ibn 'Umar reported the Messenger of Allah (ﷺ) as saying:
Some offer prayer in your houses; do not make them graves.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ