হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৫৮৯

পরিচ্ছেদঃ ২৭৬ : জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম

৩/১৫৮৯। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, [তিনি বলেন,] ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [ক্রেতাকে ধোঁকা দিয়ে মূল্য বৃদ্ধি করার] দালালি করতে নিষেধ করেছেন।’ (বুখারী ও মুসলিম) [1]

(276) بَابُ النَّهْيِ عَنِ الْغِشِّ وَالْخِدَاعِ

وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، نَهىَ عَنِ النَّجْشِ . متفق عَلَيْهِ

(276) Chapter: Prohibition of Deceiving others


Ibn 'Umar (May Allah be pleased with them) said:
The Messenger of Allah (ﷺ) prohibited the practice of Najsh.

[Al-Bukhari and Muslim].

Commentary: This Hadith tells us that one should not make an offer of a higher price if one has no intention of buying it because that will be a fraud. For this reason this practice has been forbidden.