হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১৪৩০
পরিচ্ছেদঃ ৪৩/ জুমু'আর পরে ইমামের সালাত আদায় করা
১৪৩০। কুতায়বা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু’আর পরে কোন সালাত আদায় করতেন না, যতক্ষন না ঘরে ফিরে আসতেন, তারপর দু’রাকআত সালাত আদায় করতেন।
[সহীহ। ইবন মাজাহ হাঃ ১১৩০, বুখারী ৯৩৭, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৯১৭]
صلاة الإمام بعد الجمعة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ لاَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ فَيُصَلِّيَ رَكْعَتَيْنِ .
It was narrated from Ibn 'Umar that:
The Messenger of Allah (ﷺ) would not pray after jumu'ah until he had left, then he would pray two rak'ahs.