পরিচ্ছেদঃ সূর্যগ্রহণের সময় কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা

৫৫৭) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা জনৈক ইহুদী মহিলা আগমণ করে কিছু সাহায্য প্রার্থনা করল। তখন সে আয়েশা (রাঃ)কে বললঃ আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আয়েশা (রাঃ) পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেনঃ কবরে কি মানুষের আযাব হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনাকারী অবস্থায় বললেনঃ হ্যাঁ, আযাব হবে। অতঃপর আয়েশা (রাঃ) সূর্যগ্রহণের হাদীছটি উল্লেখ করলেন। হাদীছের শেষাংশে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করার আদেশ দিলেন।

باب التَّعَوُّذِ مِنْ عَذَابِ الْقَبْرِ فِي الْكُسُوفِ

৫৫৭ ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا، زَوْجِ النَّبِيِّ : أَنَّ يَهُودِيَّةً جَاءَتْ تَسْأَلُهَا، فَقَالَتْ لَهَا: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ. فَسَأَلَتْ عَائِشَةُ رَضِي اللَّه عَنْهَا رَسُولَ اللَّهِ : أيُعَذَّبُ النَّاسُ في قُبُورِهم؟ فَقَالَ رَسُولُ اللَّهِ عَائِذًا بِاللَّهِ مِنْ ذَلِكَ ثُمَّ ذَكَرَتْ حَدِيثَ الْكُسُوْفِ ثُمَّ قَالَتْ فِيْ آخِرِهِ: ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ. (بخارى:১০৪৯)

৫৫৭ عن عاىشة رضي الله عنها زوج النبي ان يهودية جاءت تسالها فقالت لها اعاذك الله من عذاب القبر فسالت عاىشة رضي الله عنها رسول الله ايعذب الناس في قبورهم فقال رسول الله عاىذا بالله من ذلك ثم ذكرت حديث الكسوف ثم قالت في اخره ثم امرهم ان يتعوذوا من عذاب القبر بخارى১০৪৯

To seek refuge with Allah from the torment in the grave during eclipse


Narrated `Amra bint `Abdur-Rahman:

A Jewess came to ask `Aisha (the wife of the Prophet) about something. She said to her, "May Allah give you refuge from the punishment of the grave." So `Aisha ' asked Allah's Messenger (ﷺ) "Would the people be punished in their graves?" Allah's Messenger (ﷺ) after seeking refuge with Allah from the punishment of the grave (and thus replied in the affirmative). And then he (ﷺ) ordered the people to seek refuge with Allah from the punishment of the grave.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৬. কিতাবুল কুসুফ (সূর্যগ্রহণের বর্ণনা) (كتاب الكسوف) As-Salat (the prayer) during a solar eclipse