পরিচ্ছেদঃ রুকূর আগে ও পরে কুনূত পড়া

৫৩৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ফজরের নামাযে কুনূত পাঠ করতেন? তিনি বললেনঃ হ্যাঁ। তাকে পুনরায় জিজ্ঞেস করা হল, তিনি কি রুকূর পূর্বে কুনূত পাঠ করতেন? তিনি বললেনঃ অল্প কয়েক দিন তিনি রুকূর পরে কুনূত পাঠ করেছেন।

باب الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ

৫৩৬ـ عَنْ أَنَسٍ : أنَّهُ سُئِلَ: أَقَنَتَ النَّبِيُّ فِي الصُّبْحِ؟ قَالَ: نَعَمْ. فَقِيلَ لَهُ: أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ؟ قَالَ: بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.

৫৩৬ عن انس انه سىل اقنت النبي في الصبح قال نعم فقيل له اوقنت قبل الركوع قال بعد الركوع يسيرا

To recite Qunut before and after bowing


Narrated Anas:

He was asked, "Did the Prophet (ﷺ) recite Qunut in the Fajr prayer?" He replied in the affirmative. He was further asked, "Did he recite Qunut before bowing?" He replied, "He recited Qunut after bowing for some time (for one month).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৪. কিতাবুল বিত্র (বিতর নামায) (كتاب الوتر) Witr Prayer

পরিচ্ছেদঃ রুকূর আগে ও পরে কুনূত পড়া

৫৩৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, তাঁকে দু’আ কুনূত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানায় কুনূত পড়া হত। তাঁকে প্রশ্ন করা হল, রুকূর আগে না পরে? উত্তরে তিনি বললেনঃ রুকূর পূর্বে। তাঁকে পুনরায় বলা হল, অমুক ব্যক্তি আপনার পক্ষ হতে বর্ণনা করে থাকে যে, আপনি বলেছেনঃ রুকূর পরে কুনূত পড়তে হবে। আনাস (রাঃ) বললেনঃ সে মিথ্যা (ভুল) বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একমাস পর্যন্ত রুকূর পরে কুনূত পড়েছেন। আমার ধারণা মুশরেকদের কোন একটি গোত্রের নিকট তিনি আনুমানিক ৭০জন লোকের একটি বাহিনী প্রেরণ করেছিলেন। তাদেরকে কারী বলা হত। এই মুশরেক গোত্র ঐ সমস্ত মুশরেক গোত্রের অন্তর্ভূক্ত ছিলনা, যাদের ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে চুক্তি ছিল। (মুশরেক গোত্র কর্তৃক কারীদেরকে হত্যা করার সংবাদ আসলে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একমাস পর্যন্ত দু’আ কুনূত পাঠ করেছেন। দু’আ কুনূতে তাদের বিরুদ্ধে বদ দু’আ করেছেন।

 আনাস (রাঃ) হতে অন্য বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একমাস পর্যন্ত দু’আ কুনূত পড়েছেন। তাতে তিনি রি’ল ও যাকওয়ান গোত্রের উপর বদ দু’আ করেছেন।

باب الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ

৫৩৭ـ عن أَنَسٍ : أنَّهُ سُئِلَ عَنِ الْقُنُوتِ، فَقَالَ: قَدْ كَانَ الْقُنُوتُ، فَقِيْلَ لَهُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: قَبْلَهُ. قَالَ: فَإِنَّ فُلانًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ. فَقَالَ: كَذَبَ، إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا، أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلاً إِلَى قَوْمٍ مِنَ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ عَهْدٌ، فَقَنَتَ رَسُولُ اللَّهِ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ.
وَفِيْ رِوَايَةٍ عَنْهُ قالَ: قَنَتَ النَّبِيُّ شَهْرًا، يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ

৫৩৭ عن انس انه سىل عن القنوت فقال قد كان القنوت فقيل له قبل الركوع او بعده قال قبله قال فان فلانا اخبرني عنك انك قلت بعد الركوع فقال كذب انما قنت رسول الله بعد الركوع شهرا اراه كان بعث قوما يقال لهم القراء زهاء سبعين رجلا الى قوم من المشركين دون اولىك وكان بينهم وبين رسول الله عهد فقنت رسول الله شهرا يدعو عليهم وفي رواية عنه قال قنت النبي شهرا يدعو على رعل وذكوان

To recite Qunut before and after bowing


Narrated `Asim:

I asked Anas bin Malik about the Qunut. Anas replied, "Definitely it was (recited)". I asked, "Before bowing or after it?" Anas replied, "Before bowing." I added, "So and so has told me that you had informed him that it had been after bowing." Anas said, "He told an untruth (i.e. "was mistaken," according to the Hijazi dialect). Allah's Messenger (ﷺ) recited Qunut after bowing for a period of one month." Anas added, "The Prophet (ﷺ) sent about seventy men (who knew the Qur'an by heart) towards the pagans (of Najd) who were less than they in number and there was a peace treaty between them and Allah's Messenger (ﷺ) (but the Pagans broke the treaty and killed the seventy men). So Allah's Messenger (ﷺ) recited Qunut for a period of one month asking Allah to punish them."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৪. কিতাবুল বিত্র (বিতর নামায) (كتاب الوتر) Witr Prayer

পরিচ্ছেদঃ রুকূর আগে ও পরে কুনূত পড়া

৫৩৮) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মাগরিব ও ফজরের নামাযে দু’আ কুনূত পড়া হত।

টিকাঃ মূলতঃ এটি প্রত্যেক নামাযেই পাঠ করা বৈধ।

باب الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ

৫৩৮- وَعَنْهُ قَالَ: كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ. (بخارى:১০০৪

৫৩৮ وعنه قال كان القنوت في المغرب والفجر بخارى১০০৪

To recite Qunut before and after bowing


Narrated Anas:

The Qunut used to be recited in the Maghrib and the Fajr prayers.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৪. কিতাবুল বিত্র (বিতর নামায) (كتاب الوتر) Witr Prayer
দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে