৫৩৬

পরিচ্ছেদঃ রুকূর আগে ও পরে কুনূত পড়া

৫৩৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি ফজরের নামাযে কুনূত পাঠ করতেন? তিনি বললেনঃ হ্যাঁ। তাকে পুনরায় জিজ্ঞেস করা হল, তিনি কি রুকূর পূর্বে কুনূত পাঠ করতেন? তিনি বললেনঃ অল্প কয়েক দিন তিনি রুকূর পরে কুনূত পাঠ করেছেন।

باب الْقُنُوتِ قَبْلَ الرُّكُوعِ وَبَعْدَهُ

৫৩৬ـ عَنْ أَنَسٍ : أنَّهُ سُئِلَ: أَقَنَتَ النَّبِيُّ فِي الصُّبْحِ؟ قَالَ: نَعَمْ. فَقِيلَ لَهُ: أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ؟ قَالَ: بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.

৫৩৬ عن انس انه سىل اقنت النبي في الصبح قال نعم فقيل له اوقنت قبل الركوع قال بعد الركوع يسيرا

To recite Qunut before and after bowing


Narrated Anas:

He was asked, "Did the Prophet (ﷺ) recite Qunut in the Fajr prayer?" He replied in the affirmative. He was further asked, "Did he recite Qunut before bowing?" He replied, "He recited Qunut after bowing for some time (for one month).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১৪. কিতাবুল বিত্র (বিতর নামায) (كتاب الوتر)