পরিচ্ছেদঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ বলার ফজীলত

৪৫০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া  সাল্লাম বলেনঃ ইমাম যখন নামাযে রুকূ হতে মাথা উঠানোর সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলবে তখন তোমরা বলঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ। কেননা যার এ কথা ফেরেশতাদের এ কথার সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে।

টিকাঃ জেনে রাখা উচিৎ, ইমাম ও মুক্তাদী উভয়েই রুকূ হতে মাথা উঠানোর সময় ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ এবং ‘আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ’ বলবে। উপরে বর্ণিত ৪৪৬ নং হাদীছ এবং অত্র হাদীছ একত্রিত করলে বিষয়টি অতি সহজেই অনুধাবন করা যায়।

باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

৪৫১ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا قَالَ الإِمَامُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ، فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلائِكَةِ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. (بخارى:৭৯৬)

৪৫১ عن ابي هريرة ان رسول الله قال اذا قال الامام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملاىكة غفر له ما تقدم من ذنبه بخارى৭৯৬

The superiority of saying Allahumma Rabbana lakal hand (O Allah, Our Lord!, All the praises and thanks are for You)


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "When the Imam says, "Sami`a l-lahu liman hamidah," you should say, "Allahumma Rabbana laka l-hamd." And if the saying of any one of you coincides with that of the angels, all his past sins will be forgiven."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)

পরিচ্ছেদঃ আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম্দ বলার ফজীলত

৪৫৩) রিফাআহ্ বিন রাফে’ যুরাকী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে নামায পড়ছিলাম। রুকূ হতে মাথা উঠিয়ে তিনি যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বললেন তখন তাঁর পেছনের এক ব্যক্তি বললঃ ‘রাব্বানা ওয়া লাকাল হাম্দ হামদান্ কাছিরান তায়্যেবান মুবারাকান্ ফীহ্’। নামায শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ কে এই কথাটি বলেছে? উক্ত ব্যক্তি বললঃ আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আমি দেখলাম ত্রিশের অধিক ফেরেশতা এ কথাটি সর্বাগ্রে লিখার জন্য প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে।

باب فَضْلِ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

৪৫৩ـ عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ قَالَ: كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ . قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ مَنِ الْمُتَكَلِّمُ؟ قَالَ: أَنَا. قَالَ رَأَيْتُ بِضْعَةً وَثَلاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ. (بخارى:৭৯৯)

৪৫৩ عن رفاعة بن رافع الزرقي قال كنا يوما نصلي وراء النبي فلما رفع راسه من الركعة قال سمع الله لمن حمده قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فلما انصرف قال من المتكلم قال انا قال رايت بضعة وثلاثين ملكا يبتدرونها ايهم يكتبها اول بخارى৭৯৯

The superiority of saying Allahumma Rabbana lakal hand (O Allah, Our Lord!, All the praises and thanks are for You)


Narrated Rifa`a bin Rafi` Az-Zuraqi:

One day we were praying behind the Prophet. When he raised his head from bowing, he said, "Sami`a l-lahu liman hamidah." A man behind him said, "Rabbana wa laka l-hamdu, hamdan kathiran taiyiban mubarakan fihi" (O our Lord! All the praises are for You, many good and blessed praises). When the Prophet completed the prayer, he asked, "Who has said these words?" The man replied, "I." The Prophet said, "I saw over thirty angels competing to write it first."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে