পরিচ্ছেদঃ ফজরের নামাযের কিরাআতের বর্ণনা

৪৩৭) আবু হুরায়রা (রাঃ) বলেনঃ প্রত্যেক নামাযেই কিরাআত পাঠ করতে হবে। যে নামাযে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শুনিয়ে পাঠ করছেন আমরাও সে নামাযে তোমাদেরকে শুনিয়ে পাঠ করব। আর যেসব নামাযে নিরবে কিরাআত পাঠ করেছেন আমরাও তাতে নিরবে পাঠ করব। নামাযে তুমি যদি সূরা ফাতেহার সাথে অন্য কোন সূরা না মিলাও তাতে নামায আদায় হয়ে যাবে। আর তুমি যদি তার সাথে কোন সূরা বাড়িয়ে পাঠ কর তবে তা উত্তম হবে।

باب الْقِرَاءَةِ فِي الْفَجْرِ

৪৩৭ـ عن أبي هُرَيْرَةَ قَالَ: فِي كُلِّ صَلاةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ الْقُرْآنِ أَجْزَأَتْ، وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ. (بخارى:৭৭২)

৪৩৭ عن ابي هريرة قال في كل صلاة يقرا فما اسمعنا رسول الله اسمعناكم وما اخفى عنا اخفينا عنكم وان لم تزد على ام القران اجزات وان زدت فهو خير بخارى৭৭২

The recitation of the Qur'an in the Fajr prayer


Narrated Abu Huraira:

The Qur'an is recited in every prayer and in those prayers in which Allah's Messenger (ﷺ) recited aloud for us, we recite aloud in the same prayers for you; and the prayers in which the Prophet (ﷺ) recited quietly, we recite quietly. If you recite "Al-Fatiha" only it is sufficient but if you recite something else in addition, it is better.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)