পরিচ্ছেদঃ ইশার নামাযের কিরাআতের বর্ণনা

৪৩৬) বারা’ বিন আযিব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে ছিলেন। তখন ইশার নামায আদায় করার সময় প্রথম দু’রাকআ'তের কোন এক রাকআ'তে তিনি সূরা ‘তীন’ পাঠ করলেন। অন্য বর্ণনায় আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে অধিক উত্তম কণ্ঠে আর কাউকে কুরআন পাঠ করতে শুনিনি।

باب الْقِرَاءَةِ فِي الْعِشَاءِ

৪৩৬ـ عنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ : أنَّ النَّبِيَّ كَانَ فِي سَفَرٍ، فَقَرَأ فِي الْعِشَاءِ فِي إحْدَى الرَّكْعَتَيْنِ بِالتِّينِ وَالزَّيْتُونِ. وفِي رِوَايةٍ أُخْرَى قَالَ: وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ، أَوْ قِرَاءَةً. (بخارى:৭৬৯)

৪৩৬ عن البراء بن عازب ان النبي كان في سفر فقرا في العشاء في احدى الركعتين بالتين والزيتون وفي رواية اخرى قال وما سمعت احدا احسن صوتا منه او قراءة بخارى৭৬৯

Recitation in the 'Isha prayer


Narrated Al-Bara:

In a journey, the Prophet (ﷺ) recited wa t-teeni wa z-zaitun" (95) in the `Isha' prayer. In another quotation he said: I never heard a sweeter voice or a better way of recitation than that of the Prophet.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)