পরিচ্ছেদঃ তাহাজ্জুদের নামায

৪১৯) উপরোক্ত হাদীছটি যায়েদ বিন ছাবেত (রাঃ) হতেও বর্ণিত হয়েছে। তাতে এতটুকু অতিরিক্ত রয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কর্ম অবলোকন করে আমি নামাযের প্রতি তোমাদের আগ্রহ ও আসক্তির কথা অনুধাবন করতে সক্ষম হয়েছি। হে লোক সকল! তোমরা ঘরেই নামায আদায় কর। কেননা মানুষের ঐ নামাযই সর্বোত্তম, যা সে তার ঘরে আদায় করে। কিন্তু ফরয নামাযের কথা ভিন্ন। (অর্থাৎ ফরয নামায মসজিদে জামাআতের সাথে পড়া আবশ্যক)।

باب صَلاَةِ اللَّيْلِ

৪১৯ ـ وفي الحديث من رواية زَيْدِ بْنِ ثَابِتٍ زيادة أنه قال قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاةِ، صَلاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلا الْمَكْتُوبَةَ

৪১৯ وفي الحديث من رواية زيد بن ثابت زيادة انه قال قد عرفت الذي رايت من صنيعكم فصلوا ايها الناس في بيوتكم فان افضل الصلاة صلاة المرء في بيته الا المكتوبة

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)