হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪১৯

পরিচ্ছেদঃ তাহাজ্জুদের নামায

৪১৯) উপরোক্ত হাদীছটি যায়েদ বিন ছাবেত (রাঃ) হতেও বর্ণিত হয়েছে। তাতে এতটুকু অতিরিক্ত রয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কর্ম অবলোকন করে আমি নামাযের প্রতি তোমাদের আগ্রহ ও আসক্তির কথা অনুধাবন করতে সক্ষম হয়েছি। হে লোক সকল! তোমরা ঘরেই নামায আদায় কর। কেননা মানুষের ঐ নামাযই সর্বোত্তম, যা সে তার ঘরে আদায় করে। কিন্তু ফরয নামাযের কথা ভিন্ন। (অর্থাৎ ফরয নামায মসজিদে জামাআতের সাথে পড়া আবশ্যক)।

باب صَلاَةِ اللَّيْلِ

৪১৯ ـ وفي الحديث من رواية زَيْدِ بْنِ ثَابِتٍ زيادة أنه قال قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاةِ، صَلاةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلا الْمَكْتُوبَةَ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ যায়দ ইবনু সাবিত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ