পরিচ্ছেদঃ ইমামগণ যদি পরিপূর্ণরূপে নামায আদায় না করেন এবং মুক্তাদীগণ পূর্ণ করেন

৪০৯) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যারা ইমাম হয়ে তোমাদের নামায পড়ান তারা যদি সঠিকভাবে আদায় করেন তাহলে তাদের জন্য এবং তোমাদের জন্য ছাওয়াব রয়েছে। আর তারা যদি ভুল করেন তাহলে তোমাদের ছাওয়াব পরিপূর্ণই হবে। কিন্তু তাদের গুনাহর বোঝা তাদেরকেই বহন করতে হবে।

باب إِذَا لَمْ يُتِمَّ الإِمَامُ وَأَتَمَّ مَنْ خَلْفَهُ

৪০৯ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ.

৪০৯ عن ابي هريرة ان رسول الله قال يصلون لكم فان اصابوا فلكم وان اخطىوا فلكم وعليهم

If the Imam does not offer the Salat (prayer) perfectly and the followers offer it perfectly


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "If the Imam leads the prayer correctly then he and you will receive the rewards but if he makes a mistake (in the prayer) then you will receive the reward for the prayer and the sin will be his."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)