পরিচ্ছেদঃ ক্রীতদাস, আযাদকৃত দাস এবং অপ্রাপ্ত বয়স্ক বালকের ইমামতি করা প্রসঙ্গে

৪০৮) আনাস (রাঃ) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আঙ্গুরের ন্যায় ছোট মাথা বিশিষ্ট একজন হাবশী লোককে যদি তোমাদের আমীর নিযুক্ত করা হয় তাহলেও তোমরা তার কথা শ্রবণ কর এবং তাঁর আনুগত্য কর।

باب إِمَامَةِ الْعَبْدِ وَالْمَوْلَى

৪০৮ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ قَالَ اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنِ اسْتُعْمِلَ عليكم حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ. (بخارى:৬৯৩)

৪০৮ عن انس بن مالك عن النبي قال اسمعوا واطيعوا وان استعمل عليكم حبشي كان راسه زبيبة بخارى৬৯৩

A slave or a manumitted slave can lead the Salat (prayer)


Narrated Anas:

The Prophet (ﷺ) said, "Listen and obey (your chief) even if an Ethiopian whose head is like a raisin were made your chief."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)