পরিচ্ছেদঃ যারা মাগরিবকে ইশা বলা অপছন্দ করেন

৩৪৩) আব্দুল্লাহ বিন মুগাফ্ফাল আলমুযানী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ মাগরিবের নামাযের নামকরণে বেদুঈনরা (গ্রাম্য লোকেরা) যেন তোমাদের উপর বিজয়ী না হয়। আব্দুল্লাহ বলেনঃ গ্রাম্য লোকেরা মাগরিবের নামাযকে ইশার নামায বলে থাকে।

باب مَنْ كَرِهَ أَنْ يُقَالَ لِلْمَغْرِبِ الْعِشَاءُ

৩৪৩ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ : أَنَّ النَّبِيَّ قَالَ لا تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاتِكُمُ الْمَغْرِبِ. قَالَ: وَتَقُولُ: الأَعْرَابُ: هِيَ الْعِشَاءُ

৩৪৩ عن عبد الله بن مغفل المزني ان النبي قال لا تغلبنكم الاعراب على اسم صلاتكم المغرب قال وتقول الاعراب هي العشاء

Whoever disliked to call the Maghrib prayer as the 'Isha' prayer


Narrated `Abdullah Al-Muzani:

The Prophet (ﷺ) said, "Do not be influenced by bedouins regarding the name of your Maghrib prayer which is called `Isha' by them."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة) Times of the Prayers