পরিচ্ছেদঃ সুতরা ও নামাযীর মধ্যে দূরত্ব কতটুকু হওয়া উচিৎ

৩১০) সাহ্ল বিন সা’দ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামাযের সিজদার স্থান এবং দেয়ালের মাঝখানে একটি বকরী যাতায়াতের ব্যবধান থাকত।

টিকাঃ উক্ত হাদীছ থেকে আলেমগণ তিন হাতের প্রমাণ গ্রহণ করেছেন এবং তা এইভাবে যে, নামাযীর পা থেকে সিজদার স্থান পর্যন্ত আড়াই হাতের ব্যবধান থাকে সেই সাথে বকরী অতিক্রমের জন্য আধহাত যোগ দিলে মোট তিন হাত হয়।

باب قَدْرِ كَمْ يَنْبَغِي أَنْ يَكُونَ بَيْنَ الْمُصَلِّي وَالسُّتْرَةِ

৩১০ ـ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ. (بخارى:৪৯৬)

৩১০ عن سهل بن سعد قال كان بين مصلى رسول الله وبين الجدار ممر الشاة بخارى৪৯৬

What should be the distance between the person offering Salat (prayer) and the Sutra?


Narrated Sahl (bin Sa`d):

The distance between the Musalla of Allah's Messenger (ﷺ) and the wall was just sufficient for a sheep to pass through.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)