পরিচ্ছেদঃ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার ফজীলত

২৭৮) উছমান বিন আফ্ফান (রাঃ) হতে বর্ণিত, তিনি যখন মসজিদে নববী ভেঙ্গে নতুনভাবে নির্মাণ করলেন তখন লোকেরা অনেক মন্তব্য করল। সে সময় তিনি বললেনঃ তোমরা অনেক কথাই বলেছ। অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ তৈরী করবে, আল্লাহ তার জন্য অনুরূপ একটি ঘর জান্নাতে প্রস্ত্তত করবেন।

باب مَنْ بَنَى مَسْجِدًا

২৭৮ـ عن عُثْمَانَ بْنِ عَفَّانَ ، عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ قَالَ: إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ يَقُولُ مَنْ بَنَى مَسْجِدًا يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ. (بخارى: ৪৫০)

২৭৮ عن عثمان بن عفان عند قول الناس فيه حين بنى مسجد الرسول قال انكم اكثرتم واني سمعت النبي يقول من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة بخارى ৪৫০

(The superiority of) whoever built a mosque


Narrated 'Ubaidullah Al-Khaulani:

I heard `Uthman bin `Affan saying, when people argued too much about his intention to reconstruct the mosque of Allah's Messenger (ﷺ), "You have talked too much. I heard the Prophet (ﷺ) saying, 'Whoever built a mosque, (Bukair thought that `Asim, another sub-narrator, added, "Intending Allah's Pleasure"), Allah would build for him a similar place in Paradise.' "


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة) Prayers (Salat)