পরিচ্ছেদঃ মানুষের সামনে গোসল করার সময় পর্দা করা

১৯৭) উম্মে হানী বিনতে আবু তালেব হতে বর্ণিত, তিনি বলেনঃ মক্কা বিজয়ের বছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে দেখলাম, তিনি গোসল করছেন আর ফাতেমা (রাঃ) তাঁকে পর্দা করে আছেন। তিনি বললেনঃ আগমণকারী মহিলাটি কে? আমি বললামঃ আমি উম্মে হানী।

باب التَّسَتُّرِ فِي الْغُسْلِ عِنْدَ النَّاسِ

১৯৭ـ عَنْ أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ تَسْتُرُهُ، فَقَالَ مَنْ هَذِهِ؟ فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ. (بخارى:২৮০)

১৯৭ عن ام هانى بنت ابي طالب رضي الله عنها قالت ذهبت الى رسول الله عام الفتح فوجدته يغتسل وفاطمة تستره فقال من هذه فقلت انا ام هانى بخارى২৮০

To screen oneself from the people while taking a bath


Narrated Um Hani bint Abi Talib:

I went to Allah's Messenger (ﷺ) in the year of the conquest of Mecca and found him taking a bath while Fatima was screening him. The Prophet (ﷺ) asked, "Who is it?" I replied, "I am Um-Hani."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৫. কিতাবুল গোসল (كتاب الغسل) Bathing (Ghusl)