পরিচ্ছেদঃ বয়সে যিনি বড়, প্রথমে তাঁকে মেসওয়াক প্রদান করা

১৮১) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা স্বপ্নে দেখলাম, আমি মেসওয়াক করছি। এমতাবস্থায় আমার কাছে দু’জন লোক আগমণ করল। তাদের একজন ছিল অন্যজন হতে বয়সে বড়। বয়সে যিনি ছোট তাকে আমি মেসওয়াকটি প্রদান করলাম। আমাকে বলা হল বয়সে বড়জনকে প্রদান করুন। অতঃপর তাদের দু’জনের মধ্যে বয়সে বড়জনকেই মেসওয়াকটি প্রদান করলাম।

باب دَفْعِ السِّوَاكِ إِلَى الأَكْبَرِ

১৮১ـ عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ الله عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ قَالَ أَرَانِي أَتَسَوَّكُ بِسِوَاكٍ، فَجَاءَنِي رَجُلانِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الآخَرِ، فَنَاوَلْتُ السِّوَاكَ الأَصْغَرَ مِنْهُمَا، فَقِيلَ لِي: كَبِّرْ، فَدَفَعْتُهُ إِلَى الأَكْبَرِ مِنْهُمَا.

১৮১ عن ابن عمر رضى الله عنهما ان النبي قال اراني اتسوك بسواك فجاءني رجلان احدهما اكبر من الاخر فناولت السواك الاصغر منهما فقيل لي كبر فدفعته الى الاكبر منهما

To give Siwak to the oldest person of the group


Narrated Ibn 'Umar:
The Prophet (ﷺ) said, "I dreamt that I was cleaning my teeth with a Siwak and two persons came to me. One of them was older than the other and I gave the Siwak to the younger. I was told that I should give it to the older and so I did."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')