পরিচ্ছেদঃ কাপড়ে থুথু ফেলা এবং তা দিয়ে নাক পরিস্কার করা

১৭৭) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় কাপড়ে থুথু ফেলেছেন।

باب الْبُزَاقِ وَالْمُخَاطِ وَنَحْوِهِ فِي الثَّوْبِ

১৭৭ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: بَزَقَ النَّبِيُّ فِي ثَوْبِهِ.(بخارى:২৪১)

১৭৭ عن انس بن مالك قال بزق النبي في ثوبهبخارى২৪১

Spitting or blowing out the nose or doing similar action in one's own garment


Narrated Anas:

The Prophet (ﷺ) once spat in his clothes.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')