পরিচ্ছেদঃ মনী (বীর্য) ধৌত করা এবং ঘষে উঠিয়ে ফেলা

১৭০) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাপড় থেকে মনী (বীর্য) ধুয়ে দিতাম। অতঃপর তা পরিধান করে তিনি নামাযে যেতেন। তাঁর কাপড়ে পানি দিয়ে বীর্য ধৌত করার দাগ দেখা যেত।

টিকাঃ এ থেকে বুঝা গেল, বীর্য পবিত্র। যেমন অপর হাদীছে সুস্পষ্ট করে বলা হয়েছে যে, এটি মুখের থুথুর মতই।

باب غَسْلِ الْمَنِيِّ وَفَرْكِهِ وَغَسْلِ مَا يُصِيبُ مِنَ الْمَرْأَةِ

১৭০ـ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِى ثَوْبِهِ بُقَعُ الْمَاءِ

১৭০ عن عاىشة قالت كنت اغسله من ثوب رسول الله صلى الله عليه وسلم فيخرج الى الصلاة واثر الغسل فى ثوبه بقع الماء

The washing out of semen with water and rubbing it off (when it is dry) and the washing out of what comes out of women (i.e., discharge)


Narrated `Aisha:

I used to wash the traces of Janaba (semen) from the clothes of the Prophet (ﷺ) and he used to go for prayers while traces of water were still on it (water spots were still visible).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')