পরিচ্ছেদঃ পেশাব ধৌত করা

১৬৪) আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বাইরে যেতেন আমি তখন তার কাছে পানি নিয়ে যেতাম। তিনি উক্ত পানি দিয়ে ইস্তেনজা করতেন।

باب مَا جَاءَ فِي غَسْلِ الْبَوْلِ

১৬৪ـ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ، أَتَيْتُهُ بِمَاء،ٍ فَيَغْسِلُ بِه. (بخارى:২১৭)

১৬৪ عن انس بن مالك قال كان النبي اذا تبرز لحاجته اتيته بماء فيغسل به بخارى২১৭

What is said regarding washing out urine


Narrated Anas bin Malik:

Whenever the Prophet (ﷺ) went to answer the call of nature, I used to bring water with which he used to clean his private parts.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')