পরিচ্ছেদঃ জ্ঞানীদের কথা শ্রবণ করার জন্য নিরব থাকা

১০২) জারীর বিন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, বিদায় হজ্জের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বললেনঃ তুমি লোকদেরকে আমার কথা শুনার জন্য চুপ করাও। তারপর তিনি বললেনঃ তোমরা আমার মৃত্যুর পর পরস্পর মারামারি করে কাফের হয়ে যেয়োনা।

باب الإِنْصَاتِ لِلْعُلَمَاءِ

১০২ ـ عَنْ جَرِيرٍ : أَنَّ النَّبِيَّ قَالَ لَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ اسْتَنْصِتِ النَّاسَ. فَقَالَ لا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ. (بخارى:১২১(

১০২ عن جرير ان النبي قال له في حجة الوداع استنصت الناس فقال لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض بخارى১২১

To be quiet (and listen) to religious learned men


Narrated Jarir:

The Prophet (ﷺ) said to me during Hajjat-al-Wida`: Let the people keep quiet and listen. Then he said (addressing the people), "Do not (become infidels) revert to disbelief after me by striking the necks (cutting the throats) of one another (killing each other).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৩. কিতাবুল ইলম (كتاب العلم) Knowledge