পরিচ্ছেদঃ মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল

৫০) উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। কিতাবের শুরুতেই এই হাদীছটি অতিক্রান্ত হয়েছে। এখানে ‘‘প্রত্যেক ব্যক্তির জন্য উহাই রয়েছে যার নিয়ত সে করে’’ এই বাক্যের পরে এতটুকু অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, কারো হিজরত যদি আল্লাহ্ এবং তাঁর রাসুলের দিকে হয়, তাহলে তা আল্লাহ্ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দিকে হিজরত বলেই গণ্য হবে। হাদীছের বাকী অংশ পূর্বের মতই।

باب مَا جَاءَ أَنَّ الأَعْمَالَ بِالنِّيَّةِ وَالْحِسْبَةِ وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى

৫০ـ عَنْ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ قَالَ إنَّما الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَقَدْ تَقَدَّمَ فِيْ أَوَّلِ الْكِتَابِ وَزَادَ هُنَا بَعْدَ قَوْلِهِ إنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ وسَرَدَ بَاقِيَ الْحَدِيْثِ.

৫০ عن عمر ان رسول الله قال انما الاعمال بالنيات وقد تقدم في اول الكتاب وزاد هنا بعد قوله انما لكل امرى ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله وسرد باقي الحديث

What is said regarding the statement: "The reward of deeds depends upon the intention and hoping to get rewards from Allah."


Narrated 'Umar bin Al-Khattab:

Allah's Messenger (ﷺ) said, "The reward of deeds depends upon the intention and every person will get the reward according to what he has intended. So whoever emigrated for Allah and His Apostle, then his emigration was for Allah and His Apostle. And whoever emigrated for worldly benefits or for a woman to marry, his emigration was for what he emigrated for."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief

পরিচ্ছেদঃ মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল

৫১) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, কেউ যদি তার পরিবার-পরিজনের জন্য ছাওয়াবের নিয়তে খরচ করে তাহলে সেটাও তার জন্য সাদকাহ হিসাবে গণ্য হবে।

باب مَا جَاءَ أَنَّ الأَعْمَالَ بِالنِّيَّةِ وَالْحِسْبَةِ وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى

৫১ ـ عَنْ أَبِي مَسْعُودٍ عَنِ النَّبِيِّ قَالَ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ فَهُوَ لَهُ صَدَقَةٌ. (بخارى:৫৫)

৫১ عن ابي مسعود عن النبي قال اذا انفق الرجل على اهله فهو له صدقة بخارى৫৫

What is said regarding the statement: "The reward of deeds depends upon the intention and hoping to get rewards from Allah."


Narrated Abu Mas'ud:

The Prophet (ﷺ) said, "If a man spends on his family (with the intention of having a reward from Allah) sincerely for Allah's sake then it is a (kind of) alms-giving in reward for him.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان) Belief
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে