৫১

পরিচ্ছেদঃ মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল

৫১) আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন যে, কেউ যদি তার পরিবার-পরিজনের জন্য ছাওয়াবের নিয়তে খরচ করে তাহলে সেটাও তার জন্য সাদকাহ হিসাবে গণ্য হবে।

باب مَا جَاءَ أَنَّ الأَعْمَالَ بِالنِّيَّةِ وَالْحِسْبَةِ وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى

৫১ ـ عَنْ أَبِي مَسْعُودٍ عَنِ النَّبِيِّ قَالَ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ فَهُوَ لَهُ صَدَقَةٌ. (بخارى:৫৫)

What is said regarding the statement: "The reward of deeds depends upon the intention and hoping to get rewards from Allah."


Narrated Abu Mas'ud: The Prophet (ﷺ) said, "If a man spends on his family (with the intention of having a reward from Allah) sincerely for Allah's sake then it is a (kind of) alms-giving in reward for him.