পরিচ্ছেদঃ জুমু‘আর সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার নির্দেশ, যাতে তার নাম গাফেলদের মাঝে লিপিবদ্ধ করা না হয়
২৭৭৪. আব্দুল্লাহ বিন উমার ও আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, “তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর বলেছেন, “অবশ্যই যেন লোকেরা জুমু‘আহ ত্যাগ করার কাজ পরিহার করে, অন্যথায় অবশ্যই আল্লাহ তাদের অন্তরসমূহে মোহর মেরে দিবেন এবং অবশ্যই তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।”[1]
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ২৯৬৭)
ذِكْرُ الْأَمْرِ بِالْمُوَاظَبَةِ عَلَى الْجُمُعَاتِ لِلْمَرْءِ مَخَافَةَ مِنْ أَنْ يُكْتَبَ مِنَ الْغَافِلِينَ
2774 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا هِشَامٍ الدَّسْتُوَائِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَّامٍ عَنِ الْحَكَمِ بْنِ مِينَاءَ عَنِ ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عليه وسلم أَنَّهُ قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ : (لَيَنْتَهِيَنَّ قومٌ عَنْ وَدْعِهِمُ الْجُمُعَاتِ أَوْ لَيَخْتِمَنَّ اللَّهُ عَلَى قلوبهم وليكُونُنَّ من الغافلين)
الراوي : ابْن عُمَرَ وَابْن عَبَّاسٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 2774 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الصحيحة)) (2967).