পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
১৫১৯(১). মুহাম্মাদ ইবনে সুলায়মান আল-মালিকী (রহঃ) ... ইবনে উমার (রাঃ)-এর মুক্তদাস ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) আমাকে ফজরের (ফরয নামায পড়ার) পর নামায পড়তে দেখেন। তিনি আমার প্রতি কংকর নিক্ষেপ করেন এবং বলেন, হে ইয়াসার! তুমি কত রাকআত নামায পড়লে? আমি বললাম, জানি না। তিনি বলেন, তুমি জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন, তখন আমরা এই নামায পড়ছিলাম। তাতে তিনি আমাদের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন। অতঃপর তিনি বলেন, তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌছে দেয়, ফজরের (সুবহে সাদেক হওয়ার) পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত কোন (নফল) নামায নেই।
بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْمَالِكِيُّ بِالْبَصْرَةِ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ أَنَا قُدَامَةُ بْنُ مُوسَى عَنْ مُحَمَّدِ بْنِ الْحُصَيْنِ التَّمِيمِيِّ عَنْ أَبِي عَلْقَمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ يَسَارٍ مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ : رَآنِي ابْنُ عُمَرَ أُصَلِّي بَعْدَ الْفَجْرِ ، فَحَصَبَنِي وَقَالَ : يَا يَسَارُ ، كَمْ صَلَّيْتَ ؟ قُلْتُ : لَا أَدْرِي . قَالَ : لَا دَرَيْتَ ، إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ فَتَغَيَّظَ عَلَيْنَا تَغَيُّظًا شَدِيدًا ثُمَّ قَالَ : " لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ أَنْ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
১৫২০(২). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... ইবনে উমার (রাঃ) এর মুক্তদাস ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) আমাকে ফজর (ওয়াক্ত) উদয় হওয়ার পর নামায পড়তে দেখে বলেন, হে ইয়াসার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাদের কাছে এলেন। তখন আমরা এই নামায পড়ছিলাম। তিনি বলেন, তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌছে দেয়—তোমরা ফজরের (ওয়াক্ত হওয়ার) পর দুই রাত সুন্নাত ব্যতীত অন্য কোন নামায পড়ো না।
بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ السِّجِسْتَانِيُّ ، ثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ قُدَامَةَ بْنِ مُوسَى عَنْ أَيُّوبَ بْنِ حُصَيْنٍ عَنْ أَبِي عَلْقَمَةَ عَنْ يَسَارٍ مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ : رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي بَعْدَ طُلُوعِ الْفَجْرِ فَقَالَ : يَا يَسَارُ إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ فَقَالَ : " لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ لَا تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
১৫২১(৩). ইয়াযীদ ইবনুল হুসাইন আল-বায্যায (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের (সুন্নাত) নামাযের পর দুই রাকআত (ফরয) নামায ব্যতীত অন্য কোন নামায নেই।
بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْحَسَنِ الْبَزَّازُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ إلََّا رَكْعَتَيْنِ