পরিচ্ছেদঃ ৬২. যে স্থানে তাইয়াম্মুম করা বৈধ এবং শহরে (লোকালয়ে) পৌছার সামর্থ ও পানি অন্বেষণ করা সম্পর্কে

৬৯২(১). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিরবাদ আন-নাআম নামক স্থানে তাইয়াম্মুম করতে দেখেছি। সেখান থেকে তিনি মদীনার বাড়ি-ঘরসমূহ দেখতে পাচ্ছিলেন।

بَابٌ : فِي بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ التَّيَمُّمُ فِيهِ ، وَقَدْرِهِ مِنَ الْبَلَدِ ، وَطَلَبِ الْمَاءِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْجَرَّاحِ ، وَالْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ مِهْرَانَ الصَّوَّافُ ، قَالُوا : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ الْقَزَّازُ ، نَا عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي رَزِينٍ ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَتَيَمَّمُ بِمَوْضِعٍ يُقَالُ لَهُ : " مِرْبَدُ النَّعَمِ ، وَهُوَ يَرَى بُيُوتَ الْمَدِينَةِ

حدثنا يحيى بن محمد بن صاعد ، واحمد بن محمد بن الجراح ، والحسين بن اسماعيل ، وعلي بن محمد بن مهران الصواف ، قالوا : حدثنا محمد بن سنان القزاز ، نا عمرو بن محمد بن ابي رزين ، حدثنا هشام بن حسان ، عن عبيد الله بن عمر ، عن نافع ، عن ابن عمر ، قال : " رايت رسول الله - صلى الله عليه وسلم - يتيمم بموضع يقال له : " مربد النعم ، وهو يرى بيوت المدينة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)

পরিচ্ছেদঃ ৬২. যে স্থানে তাইয়াম্মুম করা বৈধ এবং শহরে (লোকালয়ে) পৌছার সামর্থ ও পানি অন্বেষণ করা সম্পর্কে

৬৯৩(২). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... নাফে (রহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাঃ) মিরবাদ আন-নাআম নামক স্থানে তাইয়াম্মুম করেন এবং নামায পড়েন। মদীনা থেকে স্থানটির দূরত্ব তিন মাইল। তারপর তিনি মদীনায় প্রবেশ করেন এবং তখনও সূর্য উপরে ছিল, কিন্তু তিনি পুনরায় নামায পড়েননি।

بَابٌ : فِي بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ التَّيَمُّمُ فِيهِ ، وَقَدْرِهِ مِنَ الْبَلَدِ ، وَطَلَبِ الْمَاءِ

حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ زُنْبُورٍ ، نَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ ، عَنْ نَافِعٍ : " أَنَّ ابْنَ عُمَرَ تَيَمَّمَ بِمِرْبَدِ النَّعَمِ وَصَلَّى وَهُوَ عَلَى ثَلَاثَةِ أَمْيَالٍ مِنَ الْمَدِينَةِ ، ثُمَّ دَخَلَ الْمَدِينَةَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ، فَلَمْ يُعِدْ

حدثنا ابو محمد بن صاعد ، ثنا محمد بن زنبور ، نا فضيل بن عياض ، عن محمد بن عجلان ، عن نافع : " ان ابن عمر تيمم بمربد النعم وصلى وهو على ثلاثة اميال من المدينة ، ثم دخل المدينة والشمس مرتفعة ، فلم يعد

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ নাফি‘ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)

পরিচ্ছেদঃ ৬২. যে স্থানে তাইয়াম্মুম করা বৈধ এবং শহরে (লোকালয়ে) পৌছার সামর্থ ও পানি অন্বেষণ করা সম্পর্কে

৬৯৪(৩)। আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে আজলান (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।

بَابٌ : فِي بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ التَّيَمُّمُ فِيهِ ، وَقَدْرِهِ مِنَ الْبَلَدِ ، وَطَلَبِ الْمَاءِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا حَفْصُ بْنُ عَمْرٍو ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنِ ابْنِ عَجْلَانَ ، بِإِسْنَادِهِ مِثْلَهُ

حدثنا الحسين بن اسماعيل ، نا حفص بن عمرو ، نا يحيى بن سعيد ، عن ابن عجلان ، باسناده مثله

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)

পরিচ্ছেদঃ ৬২. যে স্থানে তাইয়াম্মুম করা বৈধ এবং শহরে (লোকালয়ে) পৌছার সামর্থ ও পানি অন্বেষণ করা সম্পর্কে

৬৯৫(৪). আবু উমার আল-কাযী (রহঃ) ... নাফে (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) মদীনা থেকে এক অথবা দুই মাইল দূরবর্তী স্থানে তাইয়াম্মুম করে আসরের নামায পড়লেন, অতঃপর মদীনায় ফিরে আসেন, তখনও সূর্য উপরে ছিল, কিন্তু তিনি পুনরায় আসরের নামায পড়েননি।

بَابٌ : فِي بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ التَّيَمُّمُ فِيهِ ، وَقَدْرِهِ مِنَ الْبَلَدِ ، وَطَلَبِ الْمَاءِ

حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ ، عَنْ سُفْيَانَ ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، عَنْ نَافِعٍ ، قَالَ : " تَيَمَّمَ ابْنُ عُمَرَ عَلَى رَأْسِ مِيلٍ أَوْ مِيلَيْنِ مِنَ الْمَدِينَةِ ، فَصَلَّى الْعَصْرَ فَقَدِمَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ، فَلَمْ يُعِدِ الصَّلَاةَ

حدثنا ابو عمر القاضي ، نا احمد بن منصور ، نا يزيد بن ابي حكيم ، عن سفيان ، نا يحيى بن سعيد ، عن نافع ، قال : " تيمم ابن عمر على راس ميل او ميلين من المدينة ، فصلى العصر فقدم والشمس مرتفعة ، فلم يعد الصلاة

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ নাফি‘ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)

পরিচ্ছেদঃ ৬২. যে স্থানে তাইয়াম্মুম করা বৈধ এবং শহরে (লোকালয়ে) পৌছার সামর্থ ও পানি অন্বেষণ করা সম্পর্কে

৬৯৬(৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি সফররত অবস্থায় নাপাক হলে এবং (গোসল ফরয হলে) সে নামাযের শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করবে। তখনও যদি সে পানি না পায়, তবে তাইয়াম্মুম করে নামায পড়বে।

بَابٌ : فِي بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ التَّيَمُّمُ فِيهِ ، وَقَدْرِهِ مِنَ الْبَلَدِ ، وَطَلَبِ الْمَاءِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى ، نَا شَرِيكٌ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الْحَارِثِ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : " إِذَا أَجْنَبَ الرَّجُلُ فِي السَّفَرِ ، تَلَوَّمَ مَا بَيْنَهُ وَبَيْنَ آخِرِ الْوَقْتِ ، فَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ تَيَمَّمَ وَصَلَّى

حدثنا الحسين بن اسماعيل ، حدثنا محمد بن شاذان ، نا معلى ، نا شريك ، عن ابي اسحاق ، عن الحارث ، عن علي ، قال : " اذا اجنب الرجل في السفر ، تلوم ما بينه وبين اخر الوقت ، فان لم يجد الماء تيمم وصلى

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)
দেখানো হচ্ছেঃ থেকে ৫ পর্যন্ত, সর্বমোট ৫ টি রেকর্ডের মধ্য থেকে