পরিচ্ছেদঃ ৫১. বসে বসে ঘুমালে তাতে উযু নষ্ট হয় না

৪৬৫(১). আবুল কাসেম ইবনে মানী’ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে এসে ঘুমাতাম এবং এজন্য নুতন করে উযু করতাম না। হাদীসটি সহীহ।

بَابُ مَا رُوِيَ فِي النَّوْمِ قَاعِدًا لَا يَنْقُضُ الْوُضُوءَ

قُرِئَ عَلَى أَبِي الْقَاسِمِ بْنِ مَنِيعٍ - وَأَنَا أَسْمَعُ - حَدَّثَكُمْ طَالُوتُ بْنُ عَبَّادٍ ، نَا أَبُو هِلَالٍ ، نَا قَتَادَةُ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كُنَّا نَأْتِي مَسْجِدَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَنَنَامُ فَلَا نُحْدِثُ لِذَلِكَ وُضُوءًا " . صَحِيحٌ

قرى على ابي القاسم بن منيع - وانا اسمع - حدثكم طالوت بن عباد ، نا ابو هلال ، نا قتادة ، عن انس ، قال : " كنا ناتي مسجد رسول الله - صلى الله عليه وسلم - فننام فلا نحدث لذلك وضوءا " . صحيح

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)

পরিচ্ছেদঃ ৫১. বসে বসে ঘুমালে তাতে উযু নষ্ট হয় না

৪৬৬(২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের নামাযের জন্য ঘুম থেকে জেগে উঠতে দেখেছি। এমনকি আমি তাদের কারো নাক ডাকার শব্দও শুনেছি। তারপর তারা নামায পড়তেন কিন্তু (পুনরায়) উযু করতেন না (মুসলিম, আবু দাউদ, তিরমিযী)।

ইবনুল মুবারক (রহঃ) বলেন, আমাদের মতে সাহাবীগণ (মসজিদে এসে) বসে বসে ঘুমাতেন। এই হাদীস সহীহ।

بَابُ مَا رُوِيَ فِي النَّوْمِ قَاعِدًا لَا يَنْقُضُ الْوُضُوءَ

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، نَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ ، نَا ابْنُ الْمُبَارَكِ ، أَنَا مَعْمَرٌ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " لَقَدْ رَأَيْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُوقَظُونَ لِلصَّلَاةِ حَتَّى إِنِّي لَأَسْمَعُ لِأَحَدِهِمْ غَطِيطًا ، ثُمَّ يُصَلُّونَ وَلَا يَتَوَضَّئُونَ " . قَالَ ابْنُ الْمُبَارَكِ : هَذَا عِنْدَنَا وَهُمْ جُلُوسٌ . صَحِيحٌ

اخبرنا عبد الله بن محمد بن عبد العزيز ، نا محمد بن حميد ، نا ابن المبارك ، انا معمر ، عن قتادة ، عن انس ، قال : " لقد رايت اصحاب رسول الله - صلى الله عليه وسلم - يوقظون للصلاة حتى اني لاسمع لاحدهم غطيطا ، ثم يصلون ولا يتوضىون " . قال ابن المبارك : هذا عندنا وهم جلوس . صحيح

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)

পরিচ্ছেদঃ ৫১. বসে বসে ঘুমালে তাতে উযু নষ্ট হয় না

৪৬৭(৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ এশার নামাযের অপেক্ষা করতেন এবং (ঘুমের আবেশে) তাদের মাথা (নিচের দিকে) ঝুঁকে যেতো। তারপর তারা নামায পড়তেন কিন্তু (পুনরায়) উযু করতেন না। হাদীসটি সহীহ।

بَابُ مَا رُوِيَ فِي النَّوْمِ قَاعِدًا لَا يَنْقُضُ الْوُضُوءَ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ ، نَا وَكِيعٌ ، نَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَنْتَظِرُونَ الْعِشَاءَ حَتَّى يَخْفِقُوا بِرُءُوسِهِمْ ، ثُمَّ يَقُومُونَ يُصَلُّونَ ، وَلَا يَتَوَضَّئُونَ " . صَحِيحٌ

حدثنا الحسين بن اسماعيل ، ثنا ابو هشام الرفاعي ، نا وكيع ، نا هشام الدستواىي ، عن قتادة ، عن انس ، قال : " كان اصحاب رسول الله - صلى الله عليه وسلم - ينتظرون العشاء حتى يخفقوا برءوسهم ، ثم يقومون يصلون ، ولا يتوضىون " . صحيح

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)
দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে