হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৬৭

পরিচ্ছেদঃ ৫১. বসে বসে ঘুমালে তাতে উযু নষ্ট হয় না

৪৬৭(৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ এশার নামাযের অপেক্ষা করতেন এবং (ঘুমের আবেশে) তাদের মাথা (নিচের দিকে) ঝুঁকে যেতো। তারপর তারা নামায পড়তেন কিন্তু (পুনরায়) উযু করতেন না। হাদীসটি সহীহ।

بَابُ مَا رُوِيَ فِي النَّوْمِ قَاعِدًا لَا يَنْقُضُ الْوُضُوءَ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ ، نَا وَكِيعٌ ، نَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَنْتَظِرُونَ الْعِشَاءَ حَتَّى يَخْفِقُوا بِرُءُوسِهِمْ ، ثُمَّ يَقُومُونَ يُصَلُّونَ ، وَلَا يَتَوَضَّئُونَ " . صَحِيحٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ