পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
১৯৪(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দিয়ে বিড়াল যাতায়াত করতো। তিনি তার জন্য পাত্র কাত করে ধরতেন এবং সেটি পানি পান করতো। অতঃপর তিনি এর অবশিষ্ট পানি দিয়ে উযু করতেন।
আবু বাকর বলেন, এই ইয়াকূব হলেন আবু ইউসুফ আল-কাযী। আর এই আবদে রব্বিহী হলেন আবদুল্লাহ ইবনে সাঈদ আল-মাকরূরী এবং তিনি হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا أَبُو صَالِحٍ ، نَا اللَّيْثُ ، عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ الْأَنْصَارِيِّ ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَمُرُّ بِهِ الْهِرُّ ، فَيُصْغِي لَهَا الْإِنَاءَ فَتَشْرَبُ ثُمَّ يَتَوَضَّأُ بِفَضْلِهَا " ، قَالَ : أَبُو بَكْرٍ يَعْقُوبُ هَذَا هُوَ أَبُو يُوسُفَ الْقَاضِي ، وَعَبْدُ رَبِّهِ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ ، وَهُوَ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
১৯৫(২). আবু বাকর আন-নায়াপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বিড়ালের উচ্ছিষ্ট সম্পর্কে বর্ণিত আছে যে, তা ফেলে দিতে হবে এবং পাত্রটি একবার অথবা দুইবার ধৌত করতে হবে। এটি মাওকুফ হাদীস।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، أَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ ، نَا هِشَامٌ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ فِي سُؤْرِ الْهِرِّ : يُهْرَاقُ وَيُغْسَلُ الْإِنَاءُ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ . مَوْقُوفٌ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
১৯৬(৩). আবু বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বিড়াল সম্পর্কে বলেন, তা পাত্রে মুখ দিলে এর মধ্যকার জিনিস ফেলে দাও এবং পাত্রটি একবার ধৌত করো।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا هِشَامُ بْنُ حَسَّانَ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : إِذَا وَلَغَ الْهِرُّ فِي الْإِنَاءِ فَأَهْرِقْهُ ، وَاغْسِلْهُ مَرَّةً
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
১৯৭(৪). আবু বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বিড়াল সম্পর্কে বলেন, তা পাত্রে মুখ দিলে এর মধ্যকার জিনিস ফেলে দাও এবং পাত্রটি একবার ধৌত করো।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، نَا مَعْمَرٌ ، عَنْ أَيُّوبَ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : فِي الْهِرِّ يَلَغُ فِي الْإِنَاءِ ، قَالَ : اغْسِلْهُ مَرَّةً وَأَهْرِقْهُ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
১৯৮(৫). আবু বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বিড়াল সম্পর্কে বলেন, এটি পাত্রে মুখ দিলে তা সাতবার ধৌত করতে হবে।
লাইছ ইবনে আবু সুলাইম হাদীসের হাফেজ নন এবং এটি মাওকুফ হাদীস। এটিকে আবু হুরায়রা (রাঃ) এর বক্তব্য বলা সঠিক নয়। এটি আতা (রহঃ)-এর উক্তি হওয়াই অধিক সংগতিপূর্ণ।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ . وَثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ ، نَا مُوسَى بْنُ إِسْحَاقَ ، قَالَا : نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، نَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ ، عَنْ لَيْثٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ ، قَالَ : فِي السِّنَّوْرِ إِذَا وَلَغَتْ فِي الْإِنَاءِ ، قَالَ : يَغْسِلُهُ سَبْعَ مَرَّاتٍ . لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ لَيْسَ بِحَافِظٍ ، وَهَذَا مَوْقُوفٌ ، وَلَا يَصِحُّ عَنْ أَبِي هُرَيْرَةَ هَذَا أَشْبَهُ أَنَّهُ مِنْ قَوْلِ عَطَاءٍ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
১৯৯(৬). জা’ফার (রহঃ) ... আল-হাসান ইবন আলী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আতা (রহঃ)-কে বলতে শুনেছি, বিড়াল পাত্রে মুখ দিলে তা সাতবার ধৌত করতে হবে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
وَثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ ، ثَنَا مُوسَى بْنُ إِسْحَاقَ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، نَا وَكِيعٌ ، عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ، قَالَ : سَمِعْتُ عَطَاءً يَقُولُ فِي الْهِرِّ يَلَغُ فِي الْإِنَاءِ ، قَالَ : يَغْسِلُهُ سَبْعَ مَرَّاتٍ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০০(৭). আবু বাকর (রহঃ) ... সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পাত্রটি দুই অথবা তিনবার ধৌত করতে হবে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
وَنَا أَبُو بَكْرٍ ، نَا غُنْدَرٌ ، نَا هِشَامٌ ، عَنْ قَتَادَةَ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، قَالَ : يَغْسِلُهُ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثَةً
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০১(৮). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুকুর পাত্রে মুখ দিলে পরিষ্কার করার নিয়ম এই যে, তা সাতবার ধৌত করতে হবে এবং প্রথমবার মাটি দিয়ে ঘষতে হবে। আর বিড়ালের ক্ষেত্রে একবার বা দুইবার ধৌত করতে হবে।
রাবী কুররা (রহঃ) সন্দেহে পতিত হয়েছেন। আবু বাকর (রহঃ) বলেন, হাদীসটি আবু আসেম এভাবে মারফুরূপে বর্ণনা করেছেন। অন্যরা রাবী কুররা (রহঃ) থেকে কুকুর পাত্রে মুখ দেওয়ার হাদীসটি মারফুরূপে এবং বিড়াল পাত্রে মুখ দেওয়ার হাদীসটি মাওকুফরূপে বর্ণনা করেছেন।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا حَمَّادُ بْنُ الْحَسَنِ وَبَكَّارُ بْنُ قُتَيْبَةَ ، قَالَا : نَا أَبُو عَاصِمٍ ، نَا قُرَّةُ بْنُ خَالِدٍ ، نَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " طُهُورُ الْإِنَاءِ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ يُغْسَلُ سَبْعَ مَرَّاتٍ ، الْأُولَى بِالتُّرَابِ ، وَالْهِرُّ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ " . قُرَّةُ يَشُكُّ. قَالَ : أَبُو بَكْرٍ : كَذَا رَوَاهُ أَبُو عَاصِمٍ مَرْفُوعًا ، وَرَوَاهُ غَيْرُهُ عَنْ قُرَّةَ : وُلُوغُ الْكَلْبِ مَرْفُوعًا ، وَوُلُوغُ الْهِرِّ مَوْقُوفًا
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০২(৯)। আবু বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিড়াল পাত্রে মুখ দিলে তা একবার অথবা দুইবার ধৌত করো। অনুরূপভাবে আইয়ুব (রহঃ) মুহাম্মাদ থেকে, তিনি আবু হুরায়রা (রাঃ) থেকে হাদীসটি মাওকুফরূপে বর্ণনা করেছেন।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ ، نَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، وَإِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، قَالَا : نَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، نَا قُرَّةُ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ فِي الْهِرِّ يَلَغُ فِي الْإِنَاءِ ، قَالَ : اغْسِلْهُ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ . وَكَذَلِكَ رَوَاهُ أَيُّوبُ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৩(১০). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিড়াল পাত্রে মুখ দিলে তা ধৌত করতে হবে, যেমন কুকুর পাত্রে মুখ দিলে তা ধৌত করতে হয়। এটি মাওকুফ হাদীস এবং আবু হুরায়রা (রাঃ) থেকে এটি প্রমাণিত নয়। ইয়াহইয়া ইবনে আইয়ুব (রহঃ)-এর কোন কোন হাদীসে ইযতিরাব রয়েছে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عَلَّانُ بْنُ الْمُغِيرَةِ ، نَا ابْنُ أَبِي مَرْيَمَ ، نَا يَحْيَى بْنُ أَيُّوبَ أَخْبَرَنِي خَيْرُ بْنُ نُعَيْمٍ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : يُغْسَلُ الْإِنَاءُ مِنَ الْهِرِّ كَمَا يُغْسَلُ مِنَ الْكَلْبِ . هَذَا مَوْقُوفٌ وَلَا يَثْبُتُ عَنْ أَبِي هُرَيْرَةَ . وَيَحْيَى بْنُ أَيُّوبَ فِي بَعْضِ أَحَادِيثِهِ اضْطِرَابٌ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৪(১১). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিড়াল পাত্রে মুখ দিলে তা ধৌত করতে হবে, যেমন কুকুর পাত্রে মুখ দিলে তা ধৌত করতে হয়।
হাদীসটি মারফুরূপে বর্ণিত হওয়ার বিষয়টি প্রমাণিত নয়। এটি আবু হুরায়রা (রাঃ)-এর উক্তি হওয়াই যথার্থ এবং তার থেকে এটি বর্ণনায় রাবীদের মতানৈক্য হয়েছে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، نَا رَوْحُ بْنُ الْفَرَجِ ، نَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ ، نَا يَحْيَى بْنُ أَيُّوبَ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يُغْسَلُ الْإِنَاءُ مِنَ الْهِرِّ كَمَا يُغْسَلُ مِنَ الْكَلْبِ " . قَالَ : الشَّيْخُ لَا يَثْبُتُ هَذَا مَرْفُوعًا ، وَالْمَحْفُوظُ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ، وَاخْتُلِفَ عَنْهُ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৫(১২). আল-মুহামিলী (রহঃ) ... ইবনে উফাইর (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ মাওকুফ হিসাবে বর্ণিত হয়েছে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا الْمَحَامِلِيُّ ، نَا الصَّاغَانِيُّ ، نَا ابْنُ عُفَيْرٍ بِإِسْنَادِهِ مِثْلَهُ ، مَوْقُوفًا
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৬(১৩). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিড়াল পাত্রে মুখ দিলে তা সাতবার ধৌত করতে হবে। হাদীসটি মাওকুফ এবং প্রমাণিত নয়। লাইছ (রহঃ)-এর স্মরণশক্তি ক্রটিপূর্ণ।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَبُو الْأَزْهَرِ ، نَا عَلِيُّ بْنُ عَاصِمٍ ، نَا لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : إِذَا وَلَغَ السِّنَّوْرُ فِي الْإِنَاءِ غُسِلَ سَبْعَ مَرَّاتٍ . مَوْقُوفٌ لَا يَثْبُتُ ، وَلَيْثٌ سَيِّئُ الْحِفْظِ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৭(১৪). আবূ বকর (রহঃ) ... লাইস (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا أَبُو بَكْرٍ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ ، نَا أَبُو بَكْرٍ يَعْنِي : ابْنَ أَبِي شَيْبَةَ ، نَا ابْنُ عُلَيَّةَ ، عَنْ لَيْثٍ بِهَذَا : مِثْلَهُ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৮(১৫). আবু বাকর(রহঃ) ... ইবনে তাউস (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বিড়ালকে কুকুরের অনুরূপ গণ্য করতেন এবং পাত্র সাতবার ধৌত করতে হবে। মা’মার (রহঃ) বলেন, ইবনে জুরাইজ বলেছেন, আমি আতা (রহঃ)-কে বললাম, বিড়ালের বিষয়টি কিরূপ? তিনি বলেন, বিড়াল কুকুরের সমতুল্য, এর চেয়েও নিকৃষ্ট।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا أَبُو بَكْرٍ ، نَا أَبُو الْأَزْهَرِ ، نَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ وَابْنُ جُرَيْجٍ ، عَنِ ابْنِ طَاوُسٍ ، عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ يَجْعَلُ الْهِرَّ مِثْلَ الْكَلْبِ يُغْسَلُ سَبْعًا ، قَالَ : وَأَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، قَالَ : قُلْتُ لِعَطَاءٍ الْهِرُّ ، قَالَ : هِيَ بِمَنْزِلَةِ الْكَلْبِ أَوْ شَرٍّ مِنْهُ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৯(১৬)। আবু বাকর (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিড়াল পাত্রে মুখ দিলে তা সাতবার ধৌত করো।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا أَبُو بَكْرٍ ، نَا هِلَالُ بْنُ الْعَلَاءِ ، ثَنَا أَبِي ، وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ح : وَثَنَا أَبُو بَكْرٍ ، نَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ ، نَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالُوا : نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ، عَنْ عَبْدِ الْكَرِيمِ ، عَنْ مُجَاهِدٍ ؛ أَنَّهُ قَالَ : فِي الْإِنَاءِ يَلَغُ فِيهِ السِّنَّوْرُ ، قَالَ : اغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২১০(১৭). আল-হুসায়ন ইবন ইসমাঈল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে একত্রে উযু করতাম যা থেকে বিড়াল ইতিপূর্বে পান করেছে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، نَا ابْنُ أَبِي زَائِدَةَ ، نَا حَارِثَةُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كُنْتُ أَتَوَضَّأُ أَنَا وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِنْ إِنَاءٍ وَاحِدٍ ، وَقَدْ أَصَابَتْ مِنْهُ الْهِرَّةُ قَبْلَ ذَلِكَ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২১১(১৮). আল-হুসায়ন ইবন ইসমাঈল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে একত্রে গোসল করতাম, যার পানি বিড়াল ইতিপূর্বে পান করেছে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ أَبُو حَاتِمٍ الرَّازِيُّ ، نَا عَمْرُو بْنُ عَوْنٍ ، نَا قَيْسُ بْنُ الرَّبِيعِ ، عَنِ الْهَيْثَمِ - يَعْنِي : الصَّرَّافَ - ، عَنْ حَارِثَةَ ، عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِنْ إِنَاءٍ قَدْ أَصَابَتْ مِنْهُ الْهِرَّةُ قَبْلَ ذَلِكَ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২১২(১৯). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়। এটি পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত বা অনুরূপ।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ أَبُو حَاتِمٍ ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ الرَّازِيُّ ، نَا سُلَيْمَانُ بْنُ مُسَافِعٍ الْحَجَبِيُّ ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ ، عَنْ أُمِّهِ ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ هِيَ كَبَعْضِ أَهْلِ الْبَيْتِ " . يَعْنِي : الْهِرَّ
পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২১৩(২০). আল-হুসাইন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। একটি বিড়াল হারীসা (মাংস ও আটার সমন্বয়ে তৈরী খাদ্য) খেলো। তারপর তা থেকে আয়েশা (রাঃ)-ও খেলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিড়ালের মুখ দেয়া পানি দিয়ে উযু করতে দেখেছি।
আদ-দারাওয়ারদী হাদীসটি দাউদ ইবনে সালেহ থেকে মারফুরূপে বর্ণনা করেছেন। হিশাম ইবনে উরওয়া তার থেকে হাদীসটি বর্ণনা করেছেন, তবে আয়েশা (রাঃ) এর বক্তব্য হিসাবে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا الرَّمَادِيُّ ، نَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، نَا الدَّرَاوَرْدِيُّ ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحِ بْنِ دِينَارٍ التَّمَّارِ ، عَنْ أُمِّهِ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّ هِرَّةً أَكَلَتْ مِنْ هَرِيسَةٍ ، فَأَكَلَتْ عَائِشَةُ مِنْهَا ، وَقَالَتْ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَتَوَضَّأُ بِفَضْلِهَا . رَفَعَهُ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحٍ ، وَرَوَاهُ عَنْهُ هِشَامُ بْنُ عُرْوَةَ ، وَوَقَفَهُ عَلَى عَائِشَةَ