২১৩

পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট

২১৩(২০). আল-হুসাইন (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। একটি বিড়াল হারীসা (মাংস ও আটার সমন্বয়ে তৈরী খাদ্য) খেলো। তারপর তা থেকে আয়েশা (রাঃ)-ও খেলেন এবং বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিড়ালের মুখ দেয়া পানি দিয়ে উযু করতে দেখেছি।

আদ-দারাওয়ারদী হাদীসটি দাউদ ইবনে সালেহ থেকে মারফুরূপে বর্ণনা করেছেন। হিশাম ইবনে উরওয়া তার থেকে হাদীসটি বর্ণনা করেছেন, তবে আয়েশা (রাঃ) এর বক্তব্য হিসাবে।

بَابُ سُؤْرِ الْهِرَّةِ

نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا الرَّمَادِيُّ ، نَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، نَا الدَّرَاوَرْدِيُّ ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحِ بْنِ دِينَارٍ التَّمَّارِ ، عَنْ أُمِّهِ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّ هِرَّةً أَكَلَتْ مِنْ هَرِيسَةٍ ، فَأَكَلَتْ عَائِشَةُ مِنْهَا ، وَقَالَتْ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَتَوَضَّأُ بِفَضْلِهَا . رَفَعَهُ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحٍ ، وَرَوَاهُ عَنْهُ هِشَامُ بْنُ عُرْوَةَ ، وَوَقَفَهُ عَلَى عَائِشَةَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ