পরিচ্ছেদঃ ২২. দাস চুরি করলে তাকে বিক্রি করে দেয়া
৪৪১২। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দাস যদি চুরি করে তবে তাকে এক নাশ্ অর্থাৎ বিশ দিরহামের বিনিময়ে হলেও বিক্রি করে দাও।[1]
দুর্বল।
[1]. নাসায়ী, ইবনু মাজাহ, আহমাদ। সনদে আমর ইবনু আবূ সালামাহ রয়েছে। হাফিয বলেনঃ তিনি সত্যবাদী কিন্তু প্রচুর ভুল করেন। আবূ হাতিম বলেনঃ তার দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়।
بَابٌ فِي بَيْعِ الْمَمْلُوكِ إِذَا سَرَقَ
حَدَّثَنَا مُوسَى يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا سَرَقَ الْمَمْلُوكُ فَبِعْهُ وَلَوْ بِنَشٍّ
ضعيف
حدثنا موسى يعني ابن اسماعيل، حدثنا ابو عوانة، عن عمر بن ابي سلمة، عن ابيه، عن ابي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: اذا سرق المملوك فبعه ولو بنش
ضعيف
Narrated AbuHurayrah:
The Prophet (ﷺ) as saying: When a slave steals, sell him, even though it be for half an uqiyah.
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
৩৩/ অপরাধ ও তার শাস্তি (كتاب الحدود) 33. Prescribed Punishments (Kitab Al-Hudud)